চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অনলাইন বিজ্ঞাপন নিয়ে কঠোর আইনি বাধ্যবাধকতায় ফেসবুক-গুগল

রাজনৈতিক বিজ্ঞাপন বিষয়ে কঠোর আইনের বাধ্যবাধকতার মুখে পড়তে যাচ্ছে ফেসবুক, গুগলসহ অন্যান্য অনলাইন বিজ্ঞাপন প্লাটফর্ম। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) কাছে এ সংক্রান্ত একটি কঠোর নীতিমালা প্রস্তাব করা হয়েছে।

ডেমোক্রেটিক দলের সদস্য ও কমিশনের ভাইস চেয়ারম্যান এলেন উইন্ট্রাব এ প্রস্তাব করেছেন। কমিশন ওই প্রস্তাবটি আমলে নিলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কঠোর আইন মানতে হবে।

প্রস্তাবটি পর্যালোচনা করে দেখার পরে কমিশন প্রস্তাব বিষয়ে ৮ মার্চ গণ-শুনানির আয়োজন করবে।

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে রাশিয়া নির্বাচনে প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন কংগ্রেস বিষয়টি এখন খতিয়ে দেখছে। এর আগে ফেসবুক সন্দেহভাজন রাশিয়ান ট্রলের তথ্য প্রকাশ করেছে, যা প্রতিষ্ঠানটির প্লাটফর্ম থেকে বিপুল পরিমাণ বিভেদমূলক বিজ্ঞাপন কিনেছে। পরে সোস্যাল মিডিয়া জায়ান্টটি তার প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পদক্ষেণ নেয়ার ঘোষণা দেয়।