চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘অনলাইন নিউজ পোর্টালকে দৈনিক পত্রিকার মতো ডিক্লারেশন নিতে হবে’

আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টালকে দৈনিক পত্রিকার মতো ডিক্লারেশন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে, নিয়মিত ছাপা না হওয়া এমন চারশ’ পত্রিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সাথে যেসব আইপি টিভি সংবাদ পরিবেশন করছে তাদের লাইসন্সে বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ আয়োজিত এবারের সংলাপের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

মন্ত্রী বলেন: দেশের গণমাধ্যামকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে। আইপি টিভিগুলোতে শুধু বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে, সংবাদ প্রচারের অধিকার তাদের নেই।