চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অনলাইন ক্লাসে শিক্ষকদের অভিজ্ঞতা শুনলেন ঈশ্বরগঞ্জ ইউএনও

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুলভিত্তিক অনলাইন ক্লাস চালু রয়েছে। অনলাইন ক্লাস করতে গিয়ে শিক্ষকদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।

অনলাইন ক্লাস বিষয়ে মঙ্গলবার সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন (উচ্চ বিদ্যালয়) এর শিক্ষকদের সাথে মত বিনিময় করেন জাকির হোসেন। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের কিভাবে অধিক সংখ্যায় যুক্ত করা যায় সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।

সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের শেখ রাসেল ডিজিটালল্যাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বুলবুল এবং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম। প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসিমউদ্দিন আহমেদ।

মতবিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীও অংশ নেয়।