চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অধিনায়কত্ব মাথাতেই ছিল না ম্যাথুজের

আর কোনদিন অধিনায়কত্ব করবেন না বললেও আবারো নেতৃত্বে ফিরতে হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজকে। যার পেছনে কলকাঠি নেড়েছেন চণ্ডিকা হাথুরুসিংহের। শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়ে থিসারা পেরেরাকে সরিয়ে ম্যাথুজকে নেতা বানিয়েছেন হাথুরু। পুরনো গুরুকে নতুন করে পেয়ে উত্তেজনায় কাঁপছেন ওয়ানডে ও টি-টুয়েন্টির নেতৃত্বে ফেরা ম্যাথুজ নিজেও। তবে এটিও বলছেন, অধিনায়কত্বে ফেরার চিন্তা মাথাতেই ছিল না তার।

২০০৮ থেকে ২০১০ লঙ্কান ‘এ’ দলে ম্যাথুজদের কোচ ছিলেন হাথুরু। সেসময়ই আলো কেড়ে জাতীয় দলে ঠাই পান ম্যাথুজ। আট বছর বাদে আবারও জুটি বেঁধেছেন দুজনে। প্রথম মিশনই হাথুরুর সাবেক দল বাংলাদেশ। ঢাকার মাটিতে পা দিয়ে ম্যাথুজ জানাচ্ছেন, গুরুর সঙ্গে জুটি জমার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের কোচ থাকতে পাওয়া হাথুরুর ‘কড়া হেডমাস্টার’ উপাধি তাদের কাজে আসবে বলেও মত লঙ্কান দলপতির।

‘হাথুরুসিংহেকে আমি দশ বছরের বেশি সময় ধরে জানি। তার কোচিং করানোর একটা নিজস্ব পদ্ধতি আছে। তিনি খুব বেশি কড়া নন, কিন্তু সময়ের ব্যাপারে কঠিন। আমাদের সঙ্গে মাত্রই শুরু করলেন। হাতের উল্টোপিঠের মতই তিনি আমাদের সব খেলোয়াড়কে চেনেন। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

রোববার সংবাদ মাধ্যমকে ম্যাথুজ জানালেন, বোর্ড সভাপতি, কোচ, সবার সম্মিলিত সিদ্ধান্তেই আবারও নেতৃত্বে ফিরতে মনস্থির করেছেন, ‘কোচ, বোর্ড সভাপতি আর নির্বাচকরা আমার সঙ্গে কথা বলেছেন। সবাই মিলে আমরা একটা কার্যত সিদ্ধান্তে আসতে পেরেছি। ফিরতে পেরে আমারও ভাল লাগছে। এটা কখনোই চিন্তায় ছিল না, যে আবারও ফিরবো। কিন্তু এখন আমাকে সামনে তাকাতে হবে।’

ছবি: সাকিব উল ইসলাম