চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অডিও বার্তা প্রকাশের পর বাগদাদীর বেঁচে থাকার গুঞ্জন

নতুন একটি ‘অডিও বার্তা’ প্রকাশ করে তা আইএস নেতা আবু বকর আল বাগদাদীর বলে দাবি করেছে কথিত ইসলামিক স্টেট গ্রুপ। প্রায় ৪৬ মিনিটের  ওই অডিও বার্তাটি সাম্প্রতিক কালের  বলেই মনে করছেন  সমর বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন তাদের ধারণা  ‘বাগদাদী বেঁচে আছেন।’ কারণ, অডিও  বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার  প্রসঙ্গ রয়েছে। ওই  বার্তায়  ইরাকের  মসুলের  লড়াই সম্পর্কেও কথা বলা হয়েছে।

গত ২৮ শে মে রাকায় ইসলামিক স্টেটের এক কথিত গোপন সভাস্থল লক্ষ্য করে রুশ বিমান থেকে হামলা চালানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ঐ হামলায় তিনশো তিরিশ জনের মতো ইসলামিক স্টেট যোদ্ধা নিহত হয়। যাদের মধ্যে হয়তো আবু বকর আল বাগদাদীও ছিল।

তবে এর আগে গণমাধ্যমে বেশ কয়েকবার  খবর বেরিয়েছিল যে মার্কিন নেতৃত্বাধীন হামলায় বিমান হামলা বাগদাদী নিহত হয়েছে।