চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থীতা পেলেন যারা

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে  মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

Bkash July

সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় মোঃ আব্দুর রউফ, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় মোঃ নায়েব আলী বিশ্বাস, বেড়া উপজেলায় মোঃ রেজাউল হক, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় মোঃ মুজিবর রহমান, যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় শাহনাজ বেগমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

Reneta June

এছাড়াও সভায় কয়েকটি স্থানে পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোয়নন প্রদান করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View