চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

স্কার্ট যতো ‘ছোট’ বিল ততো কম!

KSRM

চীনের একটি নামী রেস্টুরেন্টে নারী গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তবে এই ‘ছাড়’ দেয়ার কৌশল নিয়েই শুরু হয়েছে তোলপাড়।

কারণ মিনি স্কার্ট পড়ে আসা নারী গ্রাহকদের জন্য রেস্টুরেন্টটি দিচ্ছে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়। এক্ষেত্রে স্কার্ট যতো সংক্ষিপ্ত ডিসকাউন্ট বা ছাড় ততো বেশি।

Bkash July

তবে সর্বোচ্চ ছাড়ের জন্য স্কার্টের সীমা শেষ হতে হবে হাটুর ১২ ইঞ্চি ওপরে। আর হাটুর ৩ ইঞ্চি ওপরে অপেক্ষাকৃত লম্বা স্কার্ট পরিহিত নারীরা পাবেন মাত্র ২০ শতাংশ ছাড়।

এই ছাড়ের কৌশল নিয়ে চীনজুড়ে সমালোচনা চলছে। অনেকেই এধরণের প্রয়াসকে ‘অসম্মানজনক’ বলছেন। কেউ আবার বলছেন মাত্রাতিরিক্ত। তবে চীনের সচেতন নাগরিক এবং বিদেশি গণমাধ্যমে সমালোচনার মুখে এই ছাড় দেয়াকে নিজেদের একটি প্রচারণা কৌশল বলে সাফাই গেয়েছেন রেস্টুরেন্টটির মুখপাত্র।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View