চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সৌদিতে চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার রোজা শুরু

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়াতে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হবে।

মঙ্গলবার (২১ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখতে পায়নি বলে জানিয়েছে। খালি চোখে চাঁদ দেখার জন্য তাদের কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

দীর্ঘদিনের প্রথা অনুসারে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু করবেন মুসলমানগণ।

Labaid
BSH
Bellow Post-Green View