বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ‘টিম রেড-এক্স’ এর নির্মিত ‘স্বাধীন-একাত্তর’ নামের যানটি সিঙ্গাপুরের শেল ইকো ম্যারাথনে সাফল্য অর্জন করেছে। তারা তাদের গ্যাসোলিন ক্যাটাগরিতে নবম স্থান অধিকার করে (দেশ হিসেবে ৫ম) যা বাংলাদেশি কোন টিমের জন্য ভ্যালিড রান নিয়ে সবচেয়ে বড় অর্জন। এই প্রতিযোগিতায় তাদের মাইলেজ অর্জিত হয়েছে ৪২.৫ কিমি/লিটার।
প্রতিযোগিতায় জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যাণ্ড, চীন, ইন্দোনেশিয়াসহ মোট ২০ টি দেশের ১২৩ টা টিম অংশগ্রহণ করে।
‘টিম রেড-এক্স’ এর এডভাইজার মোঃ জোবায়ের হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমাদের ছাত্রদের নির্মিত এই গাড়িটি প্রযুক্তিগত ভাবে অনেক উন্নত এবং জ্বালানী সাশ্রয়ী, যেখানে কার্বুরেটরহীন ই.এফ.আই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বর্তমানে পৃথিবীতে সবচেয়ে উদ্বেগজনক প্রশ্ন হলো প্রাকৃতিক জ্বালানী সম্পদের ঘাটতি। আর এই ঘাটতিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করার লক্ষ্যে প্রতি বছর শেল লুব্রিকেন্ট আয়োজন করে থাকে শেল ইকো ম্যারাথন।

সিঙ্গাপুরের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে টিম ম্যানেজার নাহিয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন: সিঙ্গাপুর এর যাওয়ার পর কিছুটা যান্ত্রিক ক্রটির মধ্যে পড়ে আমাদের গাড়িটি, তা না হলে হয়ত অর্জনটা দেশের জন্য আরো বড় হতে পারত।কিন্তু সার্বিক অর্জনে আমরা খুশি।
‘টিম রেড-এক্স’ এর গাড়িটি অনেকটা জ্বালানী সাশ্রয়ী এবং আমরা আশা করেছি যে ভবিষ্যতে কিছু বিষয়ে আরও ভালোভাবে নজর রাখলে গাড়িটি প্রতি লিটার জ্বালানীতে প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে। বাংলাদেশের অটোমোবাইল সেক্টরে অনেক প্রতিভাবান তরুন রয়েছে যারা সঠিক পৃষ্ঠপোষকতা পেলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে তাদের আশাবাদ।
বিজ্ঞাপন