বিজ্ঞাপন
চট্টগ্রাম থেকে: সকাল থেকে মেঘ-রৌদ্রের লুকোচুরির পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির আগমন। তাতে বাংলাদেশ দলের অনুশীলনে পড়ে সাময়িক বিরতি। শুক্রবার রাতে দলের অংশ হয়ে সকালেই ব্যাট হাতে নেমে পড়েন সাকিব আল হাসান। দুই সেশনে ব্যাট করেন প্রায় ৪০ মিনিট।
এ অলরাউন্ডার নতুন করে ব্যাটিং শুরুর পরই নামে বৃষ্টি। তাতে থামে সাকিবের ব্যাটিং৷ কিছুক্ষণ পরই অবশ্য রোদের দেখা মেলে। পরে অবশ্য আর ব্যাট হাতে নামেননি সাকিব। সুযোগ দিয়েছেন অন্যদের।
রোববার বন্দরনগরীতে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সফরকারী দল অনুশীলন করবে দুপুরে।
পাশাপাশি দুই নেটের একটিতে মাহমুদুল হাসান জয়। পাশেরটিতে মুশফিকুর রহিম। সাধারণত ওপেনারদের দিয়েই শুরু হয় ব্যাটিং সেশন। এদিন দেখা গেল কিছুটা ভিন্নতা। তবে মুশফিক নতুন বলে নয়, পুরনো বলেই ব্যাটিং করেছেন।
বিজ্ঞাপন