সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে শুরু হচ্ছে টি-টুয়েন্টির লড়াই। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের টিকিট মিলবে সর্বনিম্ন ২০০ টাকায়। রোববার বুথে পাওয়া যাবে সোমবারের প্রথম টি-টুয়েন্টি টিকিট।
অনলাইনে শনিবার দুপুরের পর থেকেই টিকিট পাওয়া যাচ্ছে। এজন্য যেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ওয়েবসাইটে।
বুথে টিকেট পাওয়া যাবে রোববার সকাল সাড়ে ৯টা থেকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড় সাগরিকা কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি আগামী সোমবার। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। সব ম্যাচই শুরু দুপুর ২টায়।

টিকেটের সর্বনিম্ন মূল্য ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা। এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১ হাজার টাকা। রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার ৫০০ টাকা।