চ্যাম্পিয়নস লিগের প্রথম দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মিনিটে একমাত্র গোল করে তারকা ঠাসা পিএসজির মান রেখেছিলেন কাইলিয়ান এমবাপে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতেও এমবাপেতেই ভরসা পিএসজির। কঠিন লড়াইয়ের আগে অনুশীলনে চোট পরে মাউরিসিও পচেত্তিনোকে ভয় পাইয়ে দিয়েছিলেন এমবাপে। তবে আশার কথা চোট কাটিয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবেন বলে জানিয়েছে ক্লাবটি।
‘এমবাপে তার সতীর্থদের নিশ্চিত করেছে সে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে চায়। প্রয়োজন হলে কিছুটা নিরাপদে থেকে হলেও সে মাঠে নামতে চান।’

‘এমবাপে সময় মতো সুস্থ হয়ে মাঠে নামবে। তার পায়ের এক্স-রেতে কোনো ফ্র্যাকচার দেখা যায়নি। ফোলা ও ব্যথা নিয়ন্ত্রণে চিকিৎসকের দেওয়া ঔষধ ভালো কাজ করছে।’
বিজ্ঞাপন
এর আগে অনুশীলনের সময় ফরাসি বিশ্বকাপ জয়ী তারকাকে ট্যাকল করলে বাঁ-পায়ে চোট পান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে চোটে ফেলায় পিএসজি সমর্থকের রোষানলে পরেছেন ইদ্রিসা গুইয়ে। তবে সতীর্থ গুইয়ের প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এমবাপে লিখেন।
‘আমরা সবাই সবসময় একসাথে আছি। এটা এখন প্যারিস।’
বুধবার রাতে দ্বিতীয় লেগে রিয়ালের মাঠে নামবে পিএসজি। যেখানে এমবাপেকে নিজেদের দলে টানতে সক্ষমতার জানান দিতে জয়ের মরিয়া চেষ্টা চালাবে রিয়াল। অন্যদিকে সবশেষ ম্যাচে রিয়ালকে হতাশা উপহার দেওয়া এমবাপে ফিরায় শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে ফরাসি জায়ান্টরা।