চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লা লিগায় ম্যাচ ফিক্সিং: ৩৬ ফুটবলার নিষিদ্ধ

সাত বছর আগে স্প্যানিশ লিগে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৩৬ ফুটবলারসহ মোট ৪১ জনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন স্পেনের একটি আদালত। অভিযুক্ত ফুটবলারদের দুই বছরের কারাদণ্ডসহ ছয় বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ফিক্সিংয়ের দায়ে অভিযুক্তদের মধ্যে আছেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা অ্যান্ডার হেরেরা, লেস্টার সিটির ফুটবলার ভিসেন্টে ইবোররা, অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক গাবি ফার্নান্দেজ ও আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের অধিনায়ক লিওনার্দো পোনজিও।

Bkash July

ফুটবলারদের বাইরে নিষিদ্ধের তালিকায় আছেন সাবেক কোচও। মেক্সিকো জাতীয় দলের সাবেক কোচ হাভিয়ের আগুইররেকে করা হয়েছে জেল-জরিমানা। লিগের দল লেভান্তে ও প্রথম বিভাগের দল রিয়াল জারাগোজাকে গুনতে হবে নগদ অর্থ।

২০১০-১১ মৌসুমে লিগে অবনমন এড়াতে লেভান্তের সঙ্গে জারাগোজার ম্যাচটি পাতানো ছিল বলে প্রমাণ হয় আদালতে। সেই ম্যাচে ২-১ গোলে জিতে অবনমন ঠেকায় জারাগোজা। দলটিকে ১১ লাখ ডলার জরিমানা করা হয়েছে। এমনকি স্পেনের বাইরে থাকা ফুটবলারদের ক্ষেত্রেও ছয় বছরের নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে রায়ে।

Labaid
BSH
Bellow Post-Green View