চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লাইভ অনুষ্ঠানে পাকিস্তান ওপেনারকে বিয়ের প্রস্তাব

টেলিভিশনে এক কমেডি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন পাকিস্তান দলের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক। শো চলাকালেই একজন তরুণী তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

লাইভে দর্শকদের মধ্যে থেকে হঠাৎ ইমামকে বিয়ের প্রস্তাব দিয়ে সেই তরুণী বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’

Bkash July

সহাস্যে জবাবও দিয়েছেন ২৬ বর্ষী তারকা ক্রিকেটার। লাজুক ইমামের উত্তর ছিল, ‘আমার এখন কী বলা উচিত?’

ফিরতি জবাবে সেই তরুণী ফের বিপদে ফেলেছেন শুরুতে প্রস্তাবঝড় সামলানো ইমামকে। এবার বলেন, ‘না বলবে না, আমি তোমার জন্য সব করতে পারি।’

Reneta June

পরের জবাবে সোজা ব্যাট চালাতে পারেননি ইমাম। প্রতি উত্তরে বাধ্য ছেলের মতো মাকে দেখিয়ে দিয়েছেন।

‘এ ব্যাপারে আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।’ ইমামের প্রস্তাব মেনে নিয়ে পরে তরুণীটি বলেন, ‘আমি সেটাই করব।’

এখনই বিয়ের পরিকল্পনা যে নেই, সেটা একই অনুষ্ঠানে খোলাসা করেছেন ইমাম। অধিনায়ক বাবর আজমের আগে বিয়ে করতে চান না বলে জানিয়েছেন দেশটির কিংবদন্তি ইনজামাম-উল-হকের ভাগ্নে।

‘আপাতত বিয়ে করার পরিকল্পনা নেই। হয়তো আগামী দেড়বছরের মধ্যে আমাকে বিয়ে করতে দেখবেন। বর্তমানে আমার মনোযোগ ক্রিকেটের দিকেই। তবে প্রথমে বাবর আজম বিয়ে করবেন, তারপর চিন্তা করব।’

ইমাম পাকিস্তানের হয়ে ১৪ টেস্ট ও ৪৯টি ওয়ানডে, সঙ্গে দুটি টি-টুয়েন্টি খেলেছেন।

Labaid
BSH
Bellow Post-Green View