ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে গত মাসে ভারতের কোহলি পরবর্তী অধিনায়কের দায়িত্ব বুঝে নেন রোহিত শর্মা। নেতৃত্বে এসে রঙিন পোশাকে আট ম্যাচের সবকটি জিতেছেন। দেশটির তিন ফরম্যাটের অধিনায়ক ভাসছেন সবার প্রশংসায়। সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও কণ্ঠ খুলে দিলেন রোহিতের জন্য।
কাইফের ভাষ্যে, রোহিতের স্পর্শে সোনা হয়ে যাচ্ছে সবকিছু। শ্রেয়াস আয়ারকে তিন নম্বরে ব্যাটিং করানোর ব্যাপারে রোহিতের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
টুইটারে পোস্টে এসব কথা জানিয়েছেন কাইফ। মাঠে রোহিতের সব সিদ্ধান্তই অসাধারণ বলে মন্তব্য করেছেন তিনি।
‘রোহিতের সাথে হাত মেলানোর সময় সাবধান থাকবেন। ও যা ছোঁয় সেটাই সোনা হয়ে যায়। শ্রেয়াস আয়ারকে তিন নম্বরে পাঠানো, গুরুত্বপূর্ণ সময়ে বোলিং পরিবর্তন থেকে শুরু করে ওর সব সিদ্ধান্তই অসাধারণ।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে আছে ভারত। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দুই ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি শ্রেয়াস। তিন ম্যাচের সিরিজে শেষটিতে রোববারই মুখোমুখি হচ্ছে দুদল।
বিজ্ঞাপন