চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রাবিতে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

KSRM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উত্তর পাশে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক ক্লাবের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। প্রদর্শনী চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।

Bkash July

আয়োজক সূত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারি থেকে প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করা হয়। সেখানে ‘উন্মুক্ত থিমে’ বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে চারশত আলোকচিত্রী এই প্রদর্শনীর জন্য ২ হাজার ১০০ টিরও বেশি ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করে ১২৮টি ছবি এই তিন দিন ধরে প্রদর্শন করা হবে। প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা ক্রয় করতে চাইলে ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। এছাড়া সেরা আলোকচিত্রীদের জন্য সর্বমোট ৩১ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি টিশার্ট, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান তারা।

প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে সংগঠনের জনসংযোগ সচিব বাধন রায় বলেন, ‘প্রথমবারের মতো রাবিতে আমরা আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অংশ নেওয়া আলোকচিত্রীদের ছবি প্রদর্শন হচ্ছে। প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি চিত্র রয়েছে।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View