প্রকাশিত রাজাকারের নামের তালিকায় ‘ভুল হয়ে থাকলে’ তার জন্য দুঃখ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এই তালিকা আমরা করিনি।

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তির অভিযোগের বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, রাজাকারের যে তালিকা প্রকাশ হয়েছে সে ব্যাপারে যে আপত্তিগুলো আসবে সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে সংশোধনী আনা হবে।
‘এ তালিকা আমরা তৈরি করিনি। দাবির প্রেক্ষিতে নথিপত্র দেখে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ভুল নাম তালিকাভুক্ত হলে যাচাই-বাছাই করে তা বাদ দেয়া হবে… তালিকায় ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি। এরপরও কেউ সন্তুষ্ট না হলে আদালতে যেতে পারেন,’ বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ব্যাপক হারে ভুল থাকার অভিযোগ পেলে তালিকা প্রত্যাহারের চিন্তা করা হবে বলেও তিনি জানান।
রোববার প্রথম দফায় ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সেই তালিকা প্রকাশের পর দেখা যায় অনেক মুক্তিযোদ্ধার নামও তাতে রয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয় সারাদেশে। অনেকেই দাবি করছেন, প্রকাশিত রাজাকারের তালিকা এখনই সংশোধন করে প্রকৃত রাজাকারদের নাম অন্তর্ভুক্ত করা হোক।