ময়মনসিংহে একশ বলের টুর্নামেন্ট এমপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। শুক্রবারের ফাইনালে তারা ৮ উইকেটে হারিয়েছে থান্ডারকে।
সার্কিট হাউজ মাঠে টসে হেরে ব্যাট করতে নামে থান্ডাররা। ৯ উইকেটে তোলে ১১৬ রান।
রাইডার্সের রনি ও স্বাধীন নিয়েছেন ৩টি করে উইকেট।
জবাবে উত্তম ও মনিরের ৫৫ রানের জুটিতে দারুণ সূচনা করে রাইডার্স। ২ বলের ব্যবধানে দুই ওপেনার ফিরে গেলেও সাব্বির রহমান ও আল-আমিন জুনিয়রের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে ৮ বল আগেই ম্যাচ জিতে নেয় রাইডার্সরা।
সাব্বির ৩৭ ও আল-আমিন অপরাজিত থাকেন ২৩ রান করে।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন রনি। টুর্নামেন্ট সেরা হয়েছেন শুভাগত হোম।
বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে ঈগলসকে ৭ উইকেটে হারায় থান্ডার। একইদিনে দ্বিতীয় সেমিতে সিক্সার্সকে ৫ উইকেটে হারায় রাইডার্স।