
মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং রাজধানীর মোহাম্মদপুর আল-আমিন জামে মসজিদের মুতাওয়াল্লী নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার রাত ১০: ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল-আমিন জামে মসজিদের কার্য নির্বাহী কমিটির মেম্বার মোমেন হোসেন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে দেশের বাইরে থাকা মেয়েদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম। এরপর হঠাৎ অসুস্থবোধ করেন। এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয় তার।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আল আমিন জামে মসজিদে নজরুল ইসলামের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরাস্থানে তাকে দাফন করা হয়।
নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা ছিলেন তিনি। তার দুই মেয়ে ও এক ছেলে।
১৯৪৮ সালের ২ জুন নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। তার বাবার নাম আব্দুল মালেক সরকার ও মায়ের নাম রহিমা খাতুন।