চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মিরপুরে টি-টুয়েন্টির টিকেট মিলবে ১০০ টাকায়

KSRM

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এখন মাঠে গড়ানোর অপেক্ষায় দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ হবে ম্যাচ দুটি। খেলা শুরু বিকাল ৩টায়।

টি-টুয়েন্টি সিরিজের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। খেলা দেখতে আগ্রহী দর্শকরা টিকেট কিনতে পারবেন সর্বনিম্ন ১০০ টাকায়। করোনা মহামারী আমলে এই প্রথম গ্যালারি পরিপূর্ণ থাকবে দর্শকে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে টিকেট। ম্যাচের আগেরদিন ও ম্যাচের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে।

ইস্টার্ন গ্যালারির টিকেটের দাম সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের দাম রাখা হয়েছে ১৫০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মিলবে সর্বাধিক ১ হাজার টাকায়।

টি-টুয়েন্টি সিরিজে মিরপুরে ফিরছে শতভাগ দর্শক। এই ভেন্যুতে দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটো চ্যানেল আই অনলাইনকে আগেই বলেছিলেন, আসন সংখ্যার সব টিকেট বিক্রি করবে বিসিবি।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View