চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে ‘নীরব ধর্মঘট’

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার মিয়ানমারের ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়ে ‘নীরব ধর্মঘট’ করছে। 

নীরব এই আন্দোলনের ফলে ইয়াঙ্গুনের রাস্তা পুরো ফাঁকা হয়ে থাকে। জান্তা সরকারের ক্ষমতা দখলের পর থেকেই এই শাসনের বিরুদ্ধে তারা আন্দোলন করে যাচ্ছে।

Bkash July

এর আগে ২৫ মার্চ নীরব ধর্মঘটের বিক্ষোভে ৬২৮ জনকে আটক করে পরে মুক্তি দিয়েছিল জান্তা সরকার।

গত ১ ফেব্রুয়ারি নোবেলজয়ী নারী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি চরম সংকটের মধ্যে পড়ে। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই এর বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ চলছে। প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে।

Reneta June

এরমধ্যেই অং সান সু চি’কেও কারাদণ্ড দিয়েছে সামরিক জান্তা নিয়ন্ত্রিত আদালত।

ISCREEN
BSH
Bellow Post-Green View