চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিয়ে হয়ে গেল বরুণ-নাতাশার

সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। স্বাস্থ্যবিধি মেনে বেশ জাঁকজমকের সঙ্গে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।

বিয়েতে ছবি তোলা নিষেধ ছিল। তবে ভক্তদের হতাশ করেননি বরুণ। বিয়ের ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। হাস্যোজ্জ্বল এই দম্পতির ছবির কমেন্ট বক্স ভরে গেছে ভালোবাসা ও শুভকামনায়।

ক্লাস ৬ থেকে প্রেম বরুণ-নাতাশার। এত বছরেও তাদের প্রেম ও মুগ্ধতা একটুও কমেনি। আর তাই বিয়ের ছবির ক্যাপশনে বরুণ লিখেছেন ‘লাইফ লং প্রেম এবার হলো অফিসিয়াল’!

অনুষ্ঠানে ছিল না বিশাল লোকসমাগম। অতিথিদের কোভিড রিপোর্ট জমা দিতে হয়েছে। পুরো বিয়ের আসরজুড়েই ছিল মাস্ক-স্যানিটাইজার একাধিক কাউন্টার।

Labaid
BSH
Bellow Post-Green View