বিসিবির এজিএম ৭ জুলাই, বার্ষিক বাজেট ২৬০ কোটি
টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ল জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ

নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের চার বছরের মেয়াদ শেষ হতে চলেছে অক্টোবরে। তার আগে আগামী ৭ জুলাই নির্বাচনের জন্য বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে শুরু হওয়া বোর্ড সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। সভায় আগামী ২০২১-২২ অর্থ বছরের জন্য ২৬০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।
‘আমাদের এজিএম’র তারিখ চূড়ান্ত করেছি, ৭ জুলাই ২০২১ আমরা এজিএম করব। আমাদের বার্ষিক বাজেট যেটা আছে বিসিবি’র ২০২১-২২ অর্থবছরের জন্য, ওটার অনুমোদনও আমরা বোর্ডে দিয়েছি। আমাদের কাছে যে প্রস্তাব এসেছিল ওটা দেখে বোর্ড ২৬০ কোটি টাকা বার্ষিক বাজেট অনুমোদন দিয়েছে।’
সভায় মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানো হয়েছে। বিসিবি সভাপতি বললেন, ‘জাতীয় দলের নির্বাচক প্যানেল এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বকাপের পর আবারও সিদ্ধান্ত নিবে বোর্ড।’