বিজ্ঞাপন
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ব্যাটারদের কম ভোগাননি আফগানিস্তান স্পিনার মুজিব-উর রহমান। এবার বিপিএল মাতাতে এসেছেন তিনি। খেলবেন সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে।
চট্টগ্রাম পর্বেই বরিশালের জার্সিতে নামবেন মুজিব। আফগানদের বিপক্ষে ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজ আছে বিপিএল শেষেই। তার আগে বিপিএলের মঞ্চে মুজিবকে পাওয়া বড় আশীর্বাদ বাংলাদেশের জন্য।
ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসর থেকে মুজিবের বোলিংয়ের রহস্য ধরে ফেলতে চান বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। বিপিএলে মুজিবকে নিজ দলে পাওয়াতে আরও সুবিধা দেখছেন টাইগার ক্রিকেটার।
‘অবশ্যই চাইব যে তাকে যেন নেটে বেশি বেশি খেলতে পারি। তাহলে হয়ত আমাদের ব্যাটসম্যান যারা আছেন, তাদের জন্য অনেকটা সহজ হবে। তার বোলিংটা সম্পর্কে সবার একটা ধারণা থাকবে।’
বুধবার ঢাকায় আসেন আফগানিস্তানের অফস্পিনার মুজিব। বৃহস্পতিবার চট্টগ্রামে বরিশালের টিম হোটেলে যোগ দেয়ার কথা। বিপিএলে সতীর্থ হলেও সামনের সিরিজেই মুজিব হবেন সাকিব-সোহানদের প্রতিপক্ষ।
বিজ্ঞাপন