বাজেট: ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ

এবারের বাজেটের প্রধান থিম-স্মার্ট বাংলাদেশ। ‘উন্নয়নের দীর্ঘ যাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তৃতার পুরোটার মধ্যেই এর ছাপ আছে। অর্থমন্ত্রী বলেছেন, স্মার্ট সরকারের মূল লক্ষ্য হবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষকে স্বচ্ছতার সাথে দ্রুততম সময়ে সর্বোত্তম সেবা নিশ্চিত করা।