চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশকে ‘ভূত’ ভাবছে ইংল্যান্ড

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ইয়ান বেল তিন-চার সপ্তাহ ধরে যেখানেই যাচ্ছেন একটা প্রশ্ন শুনছেন। তাকে নাকি সবাই জিজ্ঞেস করছেন, ২০১৫ বিশ্বকাপের ভূতকে এবার সমাহিত করা যাবে কি না! বাংলাদেশকে ‘ভূত’ ভাবা হচ্ছে, সেটাও স্পষ্ট করেছেন বেল।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে দাপট দেখিয়ে হারিয়েছিল। আইসিসির টুর্নামেন্টে টাইগারদের সঙ্গে দেখা হলেই কেমন চুপসে যায় ইংরেজরা। আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে ইয়ান বেল বাংলাদেশের শক্তিকে সম্মান দেখাচ্ছেন। কিন্তু তিনি মনে করছেন, ইংল্যান্ডই জিতবে।

Bkash July

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

‘ছেলেরা নিশ্চয়ই বাংলাদেশকে অবহেলা করবে না। আসলে এর থেকে অনেক দূরে থাকবে তারা। তারা জানে বাংলাদেশ কতটা বিপজ্জনক।’

Reneta June

‘বাংলাদেশও জেতার ক্ষমতা রাখে। আমরা বারবার সেটা দেখেছি। কিন্তু ইংল্যান্ড যদি এই টুর্নামেন্ট জিততে চায়, তাহলে তাদের নির্ভার থেকে খেলতে হবে। আমি মনে করি শেষ পর্যন্ত ইংল্যান্ডই জিতবে।’

Labaid
BSH
Bellow Post-Green View