চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বসন্ত রঙিন ভালোবাসার দিন

আজ পহেলা ফাল্গুন। ভালোবাসা দিবসও। তাই, বসন্ত উৎসব আর বিশ্ব ভালোবাসা দিবস মিলেমিশে একাকার। বিশেষ এই দিনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আজ সকাল সোয়া ৭টায় এসরাজ বাসন্তী রাগ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। চলে সকাল ১০টা পর্যন্ত।

Bkash July

মহামারির কারণে এ বছরের বসন্ত উৎসব সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তবে আয়োজনের কোনো কমতি ছিল না। উৎসবে ছিল একক আবৃত্তি, একক ও দলীয় সংগীত, দলীয় নৃত্যসহ বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা। দেশবরেণ্য শিল্পীরা পরিবেশনা করেছেন।

বসন্ত উৎসব উপভোগ করেছেন সব বয়সের মানুষ। নারী-পুরুষ সেজেছে বাসন্তী সাজে। শিশুরাও পড়েছে বর্ণিল পোশাক। অনেকের খোপাতেই কাঁচা ফুল।

Reneta June

অনুষ্ঠানের শেষ পর্বে আবির বিনিময় করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবৃত্তি শিল্পী মীর মাসরুর জামান রনি ও শিরীন।

Labaid
BSH
Bellow Post-Green View