বর্ষায় মেকআপ
আচ্ছা কেমন হয় যদি ঘণ্টা ২-১ লাগিয়ে সেজে দেখেন বৃষ্টি আপনার ঘুরতে যাওয়ার প্ল্যান নষ্ট করে দিল? বা কোথাও ঘুরতে বের হয়েছেন হঠাৎ মেঘ না চাইতেই বৃষ্টি! কেমন লাগবে তখন? ব্যপারটা বিরক্তিকর না? সেই জন্য বর্ষার মৌসুম মাথায় রেখে নিজের পোশাক নির্বাচন এবং মেকআপ করতে হবে।
বিজ্ঞাপন