চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

মধ্য ফ্রান্সের একটি ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে একজন বন্দুকধারী।

বিবিসি জানায়, বুধবার ভোরে সেন্ট-জাস্ট এর ছোট্ট গ্রামের একটি বাড়ির ছাদে পালিয়ে যাওয়া এক মহিলাকে বন্দুকধারী সাহায্য করার চেষ্টা করছিলেন। এসময় ওই বন্দুকধারী অফিসারদের লক্ষ্য করে গুলি করে এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Bkash July

এই ঘটনায় একজন চতুর্থ কর্মকর্তা আহত হয়েছেন। মহিলাটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ক্লারমন্ট-ফেরান্ড প্রসিকিউটরের অফিস বলছে, একজন কর্মকর্তাকে প্রাথমিকভাবে গুলি করে হত্যা করা হয় এবং মধ্যরাতের কিছু পরে আরেকজন আহত হয় এবং পরে ঘটনাস্থলে পৌঁছানোর সময় আরো দু’জন পুলিশ কর্মকর্তা নিহত হন।

Reneta June

৪৮ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি শিশু হেফাজতের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে পরিচিত বলে জানা গেছে।

সেন্ট জাস্টের মেয়র ফ্রান্সোইস চ্যাটার্ড সংবাদ মাধ্যমে বলেন যে, ওই বাড়িটি পুড়ে গেছে এবং সন্দেহভাজন এখনও বাড়ির ভেতরে আছে কিনা পালিয়ে গেছে তা তদন্ত করা হচ্ছে।

ফ্রান্সের মাসিফ সেন্ট্রাল মাউন্টেন অঞ্চলের পুই-ডি-ডোম বিভাগের গ্রামে অভিজাত কৌশলগত পুলিশ কর্মকর্তা এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

Labaid
BSH
Bellow Post-Green View