চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফাইনালে মধ্যাঞ্চলের মুখোমুখি দক্ষিণাঞ্চল

ম্যাচের ফল ড্র হওয়ায় ফাইনাল নিশ্চিত হল দু’দলেরই। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ফের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। ২ জানুয়ারি মিরপুরে শুরু হবে শিরোপার লড়াই।

চট্টগ্রামে দক্ষিণ ও মধ্যাঞ্চলের মধ্যকার তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে। শুরুর দিন থেকেই ম্যাচের যে গতিপথ ছিল, এমন ফলই অনুমেয় ছিল।

Bkash July

মধ্যাঞ্চল: ৪৮১/১০ ও ৯৭/৪, দক্ষিণাঞ্চল: ৪৯৪/১০

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্য সরকারের ১৫০ ও শুভাগত হোমের ১৫২ রানের ইনিংসে ভর করে পাঁচশর কাছাকাছি সংগ্রহ গড়ে মধ্যাঞ্চল। জবাবে তিন সেঞ্চুরিতে ৪৯৪ রানে থামে দক্ষিণাঞ্চল।

Reneta June

তৌহিদ হৃদয় ও অমিত হাসানে পর বুধবার ম্যাচের চতুর্থ ও শেষদিনে সেঞ্চুরি করেন দক্ষিণাঞ্চলের জাকির হাসান। ১৮৫ বলে ১০৯ রানের ইনিংস খেলে অনিয়মিত স্পিনার মোহাম্মদ মিঠুনের বলে বোল্ড হন।

১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল ৪ উইকেট হারিয়ে ৯৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুদল। ৪৩ রান করেন সৌম্য সরকার।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া লেগ স্পিনার রিশাদ হোসেন নেন দুই উইকেট। চার দলের আসরে দক্ষিণাঞ্চল ১২ ও মধ্যাঞ্চল ১১ পয়েন্ট নিয়ে বিসিএলের ফাইনালের টিকেট কাটল। তিন ম্যাচে উত্তরাঞ্চলের পয়েন্ট ১০, আর পূর্বাঞ্চলের ৮।

Labaid
BSH
Bellow Post-Green View