ফলের তালিকায় খাটো জাতের নারকেল
দেশে ফলের তালিকায় যোগ হয়েছে খাটো জাতের নারকেল। অনেকেই কয়েক বছরে তেমন ফলন না পেলেও, কোনো কোনো বাগানে পাওয়া গেছে ওই নারকেলের আশাব্যঞ্জক ফলন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিচর্যা আর গাছে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নারকেলের ফলনের জন্য অপরিহার্য।