প্রাণিসম্পদ মেলায় বিশাল দেহী ষাঁড়

ঢাকার শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধন করেন। এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল পশু-পাখি এসেছে। তবে আগত দর্শনার্থীদের মন কাড়ছে বিভিন্ন রকম পাখির আয়োজন। বাজরিগার, কোকোটাইল, ম্যাকাও, কাকতুয়াসহ বিভিন্ন প্রজাতির পাখি ছিল স্টলগুলোতে। দেশের বিভিন্ন জেলার এগ্রো ফার্ম থেকে বিশাল দেহি দেশাল, শাহীওয়াল, ব্রাহামা, সংকড়, হলিষ্টান ফ্রিজিয়ান ষাড় প্রদর্শনীতে নিয়ে আসেন খামারীরা।