চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পিলখানা ট্র্যাজেডির আট বছর

পিলখানা ট্র্যাজেডির আট বছর পূর্তি আজ। দুঃসহ স্মৃতির ২৫ ফেব্রুয়ারি। সেদিন বিপদগামী বিডিআর জওয়ানদের ৩৬ ঘণ্টার নারকীয় হত্যাযজ্ঞে সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তাসহ সেদিন নিহত হয়েছিলো ৭৪ জন।

গুলির শব্দে সেদিন প্রকম্পিত হয়েছিল পিলখানার বিজিবি সদর দপ্তর এবং এর আশেপাশের এলাকা। হঠাৎই বিদ্রোহ করে জওয়ানরা। সস্ত্রীক হত্যা করা হয় সে সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনালের শাকিল আহমেদকে।

Bkash July

তখনকার বিডিআর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের কর্তৃত্বের অবসান, রেশন ও বেতন বৈষম্য দূর করাসহ বেশ কিছু দাবিতে সশস্ত্র বিদ্রোহ করে জওয়ানরা। হত্যা করা হয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের।

বিদ্রোহের দ্বিতীয় দিনে সরকারের মধ্যস্থতায় আত্মসমর্পণ করে বিদ্রোহে জড়িত সদস্যরা। বিচারের আওতায় আনা হয় ৮শ’ ৫০ জনকে। তৎকালীন উপ-পরিচালক তৌহিদ আলমসহ ১শ’ ৫২ জনের মৃতুদণ্ড দেয় আদালত। ১শ’ ৬০ জনের যাবজ্জীবন এবং ২শ’ ৬২ জনকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় কারাদণ্ড।

Reneta June

পরবর্তীকালে এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। তবে ঘটনার আট বছর পার হলেও এখনও মামলার কার্যক্রম শেষ হয়নি।

Labaid
BSH
Bellow Post-Green View