সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে পাকিস্তানকে অলআউট করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। দিনের শেষাংশে দুই উইকেট খুইয়ে বসেছে ক্যারিবীয়রাও।
কিংস্টনে প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। পরে ৪ ওভার ব্যাট করে ২ রানে ২ উইকেট হারিয়ে দিনশেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
কাইরেন পাওয়েল রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে ফিরেছেন এনক্রমা বোনেরও। দুটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আব্বাস।
অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১ ও নাইটওয়াচ ম্যান রোস্টন চেজ দ্বিতীয় দিনের শুরু করবেন।

শুরুতে পাকিস্তান দুইশ পেরিয়ে যায় ফাওয়াদ আলম ৫৬, ফাহিম আশরাফ ৪৪ ও অধিনায়ক বাবর আজমের ৩০ রানে চেপে।
বাকিদের মধ্যে ইমরান বাট ১১, আবিদ আলি ৯, আজহার আলি ১৭, মোহাম্মদ রিজওয়ান ২৩, হাসান আলি ১৪ রানের অবদান রাখেন।
ক্যারিবীয়দের সেরা জাডেন সেলেস ও জেসন হোল্ডার ৩টি করে উইকেট নিয়ে। ২টি উইকেট নিয়েছেন কেমার রোচ, এক উইকেট কাইল মেয়ার্সের।