
একটি দিন এমন হবে যেখানে থাকবে না নির্যাতনের খবর থাকবে না কোন অপমৃত্যুর সংবাদ। তেমনি একটি সুন্দর দিনের কামনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এমন দিন কি আসবে, যখন অন্ততঃ একটি নারীদিবস শুরু হবে নারীর ওপর নির্যাতনের খবর ছাড়া?
অথবা যে কোন দিন হবে অপমৃত্যুহীন দিন?
একট দিন শুধু আনন্দে থাকতে চাই, তবু স্বপ্নেরা সিঁড়িতে ধর্ষণের রক্ত হয়ে ছোপ ছোপ লেগে থাকে, অথবা গাছ চাপা পড়ে।
