
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যদি নর্থ কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করে নেয় তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।
শুক্রবার সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং খুং-ওয়াহর সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
পম্পেও জানান, সাউথ কোরিয়ার মতো উন্নতি অর্জন করতে নর্থ কোরিয়ার সঙ্গে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, তার সঙ্গে নর্থ কোরিয়ার নেতা কিম জং-উনের ভালোমতো কথা হয়েছে। আগামী ১২ই জুন কিমের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে এই দুটি দেশের মধ্যে হুমকি ও অপমানের সম্পর্ক ছিল। এপ্রিলে নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যেকার আলোচনার পরই এই ধরনের ঘোষণা আসলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
পম্পেও বলেন, যদি কিম সঠিক পথটি বেছে নেয় তাহলে নর্থ কোরিয়ার মানুষদের জন্য শান্তি ও উন্নতি ভরা ভবিষ্যৎ অপেক্ষা করছে।
তিনি পিয়ংইয়ংকে দ্রুত পারমানবিকীকরণ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
বিশ্বের সেরা অর্থনীতির ২০টি দেশের একটি সাউথ কোরিয়া। তাদের জিডিপি ১.৪ট্রিলিয়ন ইউএসডলার।আর নর্থ কোরিয়ার জিডিপি ২০ বিলিয়ন ইউএস ডলারের কম। আর তাদের অবস্থান সেরা ১০০ দেশের মধ্যে।