চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন ঝামেলায় বেল

হাঁটুর ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে মাঠে ফিরলেও নেই পুরোনো জৌলুস। তাই সমর্থকদের দুয়োও শুনতে হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম দামী ফুটবলার গ্যারেথ বেলকে। মাঠের সেসব সমালোচনাকে ছাপিয়ে এবার ব্যবসায় নেমে নতুন ঝামেলায় জড়িয়ে আইনী জটিলতার মুখে পড়েছেন ওয়েলস তারকা।

ব্রিস্টল সিটি সেন্টারে একটি গলফ বার বানানোর পরিকল্পনাটা বেল অনেক আগেই করেছেন। এ জন্য লিখিত অনুমতিও নিয়েছিলেন সিটি কাউন্সিল থেকে। সম্প্রতি বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন ওই এলাকার বাসিন্দারা।

Bkash July

বার স্থাপন করলে এলাকায় অসামাজিক কাজ বৃদ্ধি পাবে- এমন অভিযোগে তারা পুলিশের শরণাপন্ন হয়েছেন। যদিও এর প্রতিবাদ করেছেন বেলের আইনজীবী রয় লাইট।

তিনি বলেছেন, ‘শহরের লোকজন যাতে স্বাচ্ছন্দ্যে অবসর সময় কাটাতে পারেন এমন একটি জায়গা তৈরির চেষ্টা করছেন গ্যারেথ বেল। এখানে সবাই আসতে পারবে এবং মদ্যপান অবশ্যই মুখ্য বিষয় না। এটি কোনো অ্যালকোহলিক বার নয় বা ক্লাব নয়। মূলত এটি একটি ইনডোর অ্যাডভেঞ্চার গল্ফ সেন্টার’।

Labaid
BSH
Bellow Post-Green View