করোনা ভাইরাসের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে দুই বছর পর নতুন উদ্যোমে রাজধানীর রমনা বটমূলে নানান আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯-কে বরণ করে নিয়েছে ছায়ানট।
সূর্যোদয়ের পর পরই বংশীবাদন, গান, কবিতায় বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

ধর্ম বর্ণ-নির্বিশেষে বাঙালির প্রাণের উৎসব, নতুন বর্ষবরণ।
সুর ও বাণীর আবহে রমনার বটমূলে আয়োজিত হচ্ছে বাঙালির মিলনমেলা।
বরাবরের মতো এবারেও রমনার বটমূলে বাঁশিতে ভোরের রাগালাপের পর সম্মিলিত কণ্ঠে ‘মন জাগ মঙ্গললোকে অমল অমৃতময় নব আলোকে…’ রবীন্দ্রসঙ্গীত গেয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ছয়টায় শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা।