বিজ্ঞাপন
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি।
মঙ্গলবার ২৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে আটজন এবং অন্যান্য বিভাগে দু’জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গুরোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট ১২২ জন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন।
বিজ্ঞাপন