টাঙ্গাইলের সখীপুরে জুয়ার আসর থেকে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহসহ একাধিক জেলার ৪৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টায় স্থানীয় জনসাধারণ ও কমিউনিটি পুলিশিং’র সহায়তায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬ হাজার ৯’শ ৬০ টাকা, মুঠোফোন এবং জুয়া খেলার সরঞ্জামাদি ও তাদের ব্যবহৃত কয়েকটি প্রাইভেটকার জব্দ করে।
এ ঘটনায় রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সখীপুর থানার এসআই শুকান্ত রায় বাদী হয়ে জুয়া আইনে মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া রাজাবাড়ি দেওয়ানপাড়া এলাকায় চারপাশ বনে ঘেরা অনাবাদী জমির উপর তাবু টেনে স্থানীয় জুয়াড়ি রউফ দেওয়ানের ছেলে ইস্কান্দার দেওয়ানের নেতৃত্বে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর জেলার অর্ধ শতাধিক জুয়াড়ি জুয়া খেলতে বসে।

সেসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সদস্য, স্থানীয় জনসাধারণ তাদের চারদিক দিক থেকে ঘিরে ফেলে সখীপুর থানা পুলিশকে খবর দেয়। কৌশলে নেতৃত্বদানকারী ইস্কান্দার দেওয়ান পালিয়ে গেলেও পুলিশ জুয়ার আসর থেকে নগদ টাকা, মুঠোফোন ও জুয়া খেলার সরঞ্জামাদি ও কয়েকটি প্রাইভেটকারসহ ৪৩ জন জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আমির হোসেন বলেন, সোমবার রাতে কমিউনিটি পুলিশিং’র সহায়তায় বিভিন্ন জেলা থেকে আসা ৪৩জন জুয়াড়িকে আটক করে মঙ্গলবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।