চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘জীবন আমাকে কঠিন পরিস্থিতির মাঝেও বেঁচে থাকতে শিখিয়েছে’

‘মিমি’ সিনেমায় ভানু চরিত্রটি পঙ্কজ ত্রিপাঠিকে ভেবেই তৈরী করেছেন নির্মাতা…

বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ, এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট! তিনি থাকা মানেই অসাধারণ অভিনয়, যা নিয়ে দ্বিমত পোষণ করবেন না কেউই। শুধুমাত্র তার অভিনয়ের জন্যই দর্শকদের তরফ থেকে এতোটা ভালোবাসা পেয়েছেন।

বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা।

Bkash July

২০০৪ সালে ‘রান’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এরপর ৪০টির বেশি চলচ্চিত্র এবং ৬০টি টেলিভিশন শোতে কাজ করেছেন এই অভিনেতা। যদিও বিগত কয়েক বছরে তিনি সবার নজর কেড়েছেন।

মূলত ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ চলচ্চিত্র সিরিজে নেতিবাচক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সাফল্য এসেছিল পঙ্কজ ত্রিপাঠির ক্যারিয়ারে। যার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

Reneta June

এদিকে চলতি বছরের শুরুতে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘কাগজ’ ছবিটি। যেটি ব্যাপক সাড়া ফেলে। আর এবার মুক্তি পেল তার অভিনীত ‘মিমি’ ছবিটি।

যেখানে পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে অভিনেত্রী কৃতি শ্যাননকে। যদিও নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা ছিল ৩০ জুলাই। তবে ছবিটি অনলাইনে ফাঁস হওয়ায় নির্মাতারা নির্ধারিত তারিখের ৪দিন পূর্বে (২৬ জুলাই) মুক্তি দিয়েছেন ছবিটির।

সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের কাহিনীকে ঘিরে ‘মিমি’ ছবিতে অভিনয়ের প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি জানান, আমি পর্দায় পুরোপুরি ভাবে ভানু চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে এই কাজটি আমার জন্য অনেক বেশি সহজ হয় যখন পরিচালক লক্ষণ উটেকর নিজে স্ক্রিপ্ট সম্পর্কে আমাকে জানান।

সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রে চরিত্র নির্বাচনটি অবশ্যই গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আমি এমন অনেক লোককেই দেখেছি যারা অনেক কঠিন পরিস্থিতির মাঝেও বেঁচে আছেন। একসময় আমি নিজেও কঠিন সময় পার করেছি। জীবন আমাকে অনেক শিক্ষা দিয়েছে এবং কঠিন পরিস্থিতির মাঝেও বেঁচে থাকতে শিখিয়েছে, এখনও শিখছি -এমনটাই জানান মির্জাপুরের কালিন ভাই খ্যাত পঙ্কজ ত্রিপাঠি।

এদিকে ‘মিমি’ ছবির পরিচালক লক্ষণ উটেকর তার এক সাক্ষাৎকারে জানান, ভানু চরিত্রটি তিনি পঙ্কজ ত্রিপাঠিকে ভেবেই তৈরী করেছেন। এমনকি স্ক্রিপ্ট শুরুর পূর্বেই তিনি নিশ্চিত ছিলেন এতে পঙ্কজই অভিনয় করবেন।

কৌতুক ও হাস্যরসে ভরপুর ‘মিমি’র ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকমহলে বেশ সমাদৃত হয়েছিল। উপরন্তু এই সিনেমা অন্যতম আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠি তো আছেনই।

Labaid
BSH
Bellow Post-Green View