
স্থানীয় প্রতিনিধি : পৃথক দুই ঘটনায় নরসিংদী এবং গাইবান্ধায় ছুুরিকাঘাতে দুই জন নিহত হয়েছেন। নরসিংদীর শিবপুরে বজলুর খান (৬৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে আর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নজরুল ইসলাম (৫৮) খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার উত্তর সাধারচরে এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় তারা দুজন নিহত হন।
নরসিংদীর শিবপুরের বজলুর খানকে কুপিয়ে আহত করেন শরীফ ভূইয়া (সাবেক এমপি মোহনের ভাগিনা)। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বজলুর খান উত্তর সাধারচর এলাকার মৃত রূপচাঁন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছাগলের পাতা খাওয়াকে কেন্দ্র করে সোহেল রানা তার হাতে থাকা ছুরি দিয়ে চাচা নজরুল ইসলামের ঘাড়ে ও কানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুল ইসলামের। এই ঘটনার পর থেকে জাহাঙ্গীর ও তার ছেলে সোহেল মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর ও সোহেল রানাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।