জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়াসহ ৯টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শনিবার নগরের জামালখানে একটি রেস্টুরেন্টে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
তার নির্বাচনী ইশতেহারে রয়েছে: জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, স্বাস্থ্য ও শিক্ষাবান্ধব, গৃহ কর ও আবাসন সুবিধা সম্বলিত চট্টগ্রাম, পরিচ্ছন্ন, নিরাপদ ও সাম্য-সম্প্রীতির চট্টগ্রাম, নান্দনিক পর্যটন নগর এবং তথ্য প্রযুক্তিসমৃদ্ধ চট্টগ্রাম গড়া।
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ৪১ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। এ জন্য ৭৩৫ টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৮৮৬টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।