চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ছবি বিকৃত করে ক্যাসিনো বিজ্ঞাপনে ব্যবহারে আইনি ব্যবস্থা নেবেন শচীন

সাবেক ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছবি বিকৃত করে ক্যাসিনো বিজ্ঞাপনে ব্যবহার করে গোয়ার ক্যাসিনো হাউজ ‘বিগ ড্যাডি’। যা নজর এড়ায়নি শচীনের। সম্প্রতি ক্যাসিনো বিগ ড্যাডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা টুইটারে ভক্তদের জানিয়েছেন শচীন।

‘বেশকিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একাধিক বিজ্ঞাপন আমার নজরে এসেছে। যেখানে আমার বিকৃত ছবি ব্যবহার করে তারা তাদের ক্যাসিনো বিজ্ঞাপন চালাচ্ছে।’

Bkash July

‘আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনও জুয়া, তামাক বা অ্যালকোহলকে সমর্থন করিনি। তাই এসব বিজ্ঞাপন দেখে কষ্ট হয় যে, আমার ছবি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

এর আগে বরাবরই মাদক ও জুয়া নিয়ে বিভিন্ন সময় সচেতনতা মূলক বিজ্ঞাপনে অংশ নিয়ে ভক্তদের সচেতন করার চেষ্টা করেছেন শচীন। সম্প্রতি তার ছবি ব্যবহার করে এমন প্রচার বেশ আপত্তি জনক।

Reneta June

‘এ ব্যাপারে আমার আইনি দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি মনে করেছি যে, এই তথ্যটি সবার সাথে শেয়ার করা দরকার যাতে তারা বিভ্রান্ত না হয়।’

ISCREEN
BSH
Bellow Post-Green View