
বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ বিপিএল-এ অংশগ্রহণকারি ক্লাবগুলোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
গত ডিসেম্বরে ৪ বছরের ফুটবল ক্যালেন্ডার ঘোষণার দেড় মাস পর কাজের অগ্রগতি জানাতে মিডিয়ার মুখোমুখি হন বাফুফে সভাপতি।
২৬ জানুয়ারি নির্ধারিত সোহরাওয়ার্দী কাপ যুব ফুটবল টুর্নামেন্ট সময়মতো শুরু করতে না পারার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, হঠাৎ করে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন দীর্ঘমেয়াদে দেশের ফুটবলে সুফল আনবে না। বরং ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম থেকে বাছাই করা ফুটবলারদের নিয়েই এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের।
বাফুফে’র সামগ্রিক কার্যক্রমে নিজের সন্তুষ্টির কথাও জানান সালাউদ্দিন।