২০২১ সালের কোপা আমেরিকা থেকে নাম সরিয়ে নিয়েছে দুই অতিথি দেশ অস্ট্রেলিয়া ও আগামী বিশ্বকাপের আয়োজক কাতার। মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানে তথ্যটি জানিয়েছেন সাউথ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের জেনারেল সেক্রেটারি গঞ্জালো বেল্লোসো।
আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্দা নামবে ২০২১ সালের কোপা আমেরিকার আসরের। ২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনার কারণে একবছর পিছিয়ে যায় টুর্নামেন্ট।
গ্রুপ ‘এ’তে আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’তে ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরুর সঙ্গে খেলার কথা ছিল কাতারের।
অস্ট্রেলিয়া ও কাতার দুদেশই এএফসির সদস্য। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে দুদলই সময়টাতে ব্যস্ত থাকবে। বাছাইপর্বের সঙ্গে কোপার সময়সূচি সাংঘর্ষিক বলে নাম সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দেশ দুটির।
১২ দলের কোপায় দুই দল কমে যাওয়ায় আপাতত ১০ দল নিয়ে আসর শেষ করার প্রস্তুতি নিচ্ছে কনমেবল। এই সময়ের মধ্যে অন্য কোনো দেশ আগ্রহী হলে বিবেচনা করে দেখা হবে বলেও জানিয়েছেন কনমেবল মুখপাত্র অ্যারিয়েল রামিরেজ।