
কুমিল্লার ১১টি আসন ধরে রাখতে আত্মবিশ্বাসী মহাজোট। তবে হারানো রাজ্য ফিরে পেতে নির্ভার ২০ দলীয় জোট।
আওয়ামী লীগ নিজেদের সাংগঠনিক অবস্থা ভালো দাবি করলেও বিএনপি বলছে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের উপর তাদের বিজয় নির্ভর করছে।
খাদি ও রসমালাইয়ের জন্য বিখ্যাত জেলা কুমিল্লার ১১টি আসনে মোট ভোটার ৩৮ লাখ ৭১ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার নারী ভোটারের চেয়ে ৩৩ হাজার বেশি। বলা হয়, জাতীয় নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে যে দল বা জোট বিজয়ী হয় তারাই সরকার গঠন করে।
আওয়ামী লীগ বলছে, গত ১০ বছরে সকল ক্ষেত্রে কুমিল্লায় উন্নয়ন হয়েছে। দলের সংগঠনিক অবস্থা ভালো। নারী ভোটাররাও তাদের পক্ষে আছে।

দলের কর্মীরা তালা বন্ধ করে রেখেছে কুমিল্লা জেলা বিএনপি কার্যালয়। তবে জেলা বিএনপির সহ সভাপতি ফজলুল হক ফজলু জানান, সুষ্ঠু ভোট হলে কুমিল্লায় বেশিরভাগ আসনে বিজয়ী হবে তার দল।
বর্তমানে কুমিল্লার ১১টি আসনের মধ্যে আওয়ামীলীগ ৯টিতে আর মহাজোটের শরিক জাতীয় পার্টি দুটি আসনে প্রতিনিধিত্ব করছে।