চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে এমটি ইরাবতী-১ নামে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে কর্ণফুলী গুপ্তখাল এলাকার ৯ নম্বর জেটিতে অবস্থানরত এমটি ইরাবতি জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই টেন্ডল নেজাম উদ্দিন ও লস্কর রুহুল আমীন মারা যায়। এসময় দগ্ধ হয় আবু সুফিয়ান, সাহাবুদ্দিন ও মনির হোসেন নামে জাহাজের আরো তিন শ্রমিক।
খবর পেয়ে নৌ বাহিনী, বন্দর ও ফায়ার সাভির্সের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
৬০ মিটার লম্বা তেলবাহী এমটি ইরাবতি ১২শ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোক্যামিক্যাল জেটিতে আসে। পরে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।