চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

করোনাভাইরাস: অভিভাবকদের কাছে অ্যাঞ্জেলিনা জোলির খোলা চিঠি

ছয় সন্তানকে নিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন অ্যাঞ্জেলিনা জোলি। নিজে একজন মা হিসেবে তিনি বুঝতে পারছেন করোনাভাইরাসের এই মহামারীর সময়ে সন্তানদের নিয়ে অভিভাবকদের কত কঠিন সময় কাটাতে হচ্ছে। অভিভাবকদের মনোবল বাড়াতে তাই এই ‘ম্যালেফিশেন্ট’ তারকা একটি খোলা চিঠি লিখেছেন।

তিনি লিখেছেন, ‘আমি আপনাদের কথা ভাবছি। এই দিনগুলো কাটানোর কতো কঠিন চেষ্টা আপনারা করছেন তা ভাবছি। প্রিয় মানুষগুলোকে যত্নে রাখার চেষ্টা, তাদের নিয়ে দুশ্চিন্তা। তাদের জন্য পরিকল্পনা। মানসিক ভাবে ভেঙ্গেচুরে যাওয়ার অনুভূতি নিয়েও তাদের জন্য মুখে হাসি ফুটিয়ে রাখা।’

Bkash July

আঞ্জেলিনা জোলি অভিভাবকদের আরও বলেছেন, “শিশুরা ‘পারফেকশন’ চায় না, সততা চায়। তাই তাদের কাছে সবসময়ে নিখুঁত হওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই। বরং আপনি যেখানে দুর্বল, সেই অভাব পূরণে তারা সবল হয়ে ওঠে। ফলে তারা আরও স্বাবলম্বী হয়।”

নিজের সন্তানদের নিয়ে ভালো থাকলেও পৃথিবীর নানা প্রান্তের শিশুদের কষ্টের কথা ভাবছেন জোলি। শুধু আমেরিকাতেই ১১ মিলিয়ন শিশু খাবার সংকটে ভুগছে। তাদের সহযোগিতা করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন এই তারকা।

ISCREEN
BSH
Bellow Post-Green View