রাজশাহী জেলাতে দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত হওয়ার পরই রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের পরীক্ষা করা হলে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। তাদের মধ্যে একজনের বাড়ি বাগমারায় ও অন্যজনের পুঠিয়ায়।
এরপর খেকে রাজশাহীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সামাজিক দূরত্ব মানছেনা কেউ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে সেটা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করে। বর্তমানে বাংলাদেশে ৮০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং প্রাণ হারিয়েছে ৩৯ জন।
বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সোয়া ১৯ লাখ। প্রাণ হারিয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ।